গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ৭৮৫নং আন্তঃনগর বিজয় এক্সপ্রেসে ট্রেন থেকে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে পুলিশ শুক্রবার (৩জুন) ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইমতিয়াজুল মিজানুর রহমান রুহান (২৪) কক্সবাজারের কলাতলি চৌধুরী ভবনের মো. রফিক উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমতিয়াজুল মিজানুর রহমান রুহান বিজয় ট্রেন থেকে নামার পর গৌরীপুর রেলওয়ে পুলিশের সন্দেহ হলে ফাঁড়ি ইনচার্জ মো. আকবর হোসেনের নেতৃত্বে পুলিশ তল্লাসী চালিয়ে ব্যাগ থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

(এসআইএম/এএস/জুন ০৪, ২০১৬)