স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র পাঁচদিন বাকি। তবে এখনো থামেনি বিশ্বকাপ বিরোধীদের রাস্তা অবরোধের ঘটনা। শুক্রবার তারা সাও পাওলোর রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিশ্বমঞ্চে নামার আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে ব্যস্ত দলগুলো। স্বাগতিক ব্রাজিলও ব্যস্ত নিজেদের ঝালিয়ে নিতে। সার্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবার আগে তাদের বহনকারী বাসটি বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়ে।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ব্রাজিলীয় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে করে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

গত বছরের কনফেডারেশন্স কাপের সময়ও এক মিলিয়নের বেশি ব্রাজিলীয় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। সঠিক স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির দাবী নিয়ে এই বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন।

বিক্ষুব্ধ জনতার মতে তাদের দেশে খাবার সংকট, বাসস্থান সংকট লেগেই রয়েছে। অথচ তাদের দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বিশ্বকাপ আয়োজনে। সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, বাসস্থান ও হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)