মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলা যায়যায়দিন ফেন্ড্রস ফোরামের উদ্যোগে সোমবার কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যায়যায়দিন মদন প্রতিনিধি আলহাজ্ব এটিএম আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র, ওসি মোঃ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কদ্দুছ, মদন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মোতাহার আলম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আলআমীন তালুকদার, সম্পাদক পরিতোষ দাস প্রমুখ।

(এএমএ/এএস/জুন ০৭, ২০১৬)