আল ফয়সাল বিকাশ, বান্দরবান : বান্দরবানের ছয় উপজেলার নবনির্বাচিত ২৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেছেন লামা উপজেলার আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মারমা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মারমা, সরই ইউপি চেয়ারম্যান ফরিদউল আলম। রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ছহ্লামং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং মারমা। থানছি উপজেলার রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, থানছি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ¤্রাে, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা। রুমা উপজেলার গ্যলেংগা ইউপি চেয়ারম্যান মেননিয়াম ¤্রাে, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম। বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু সাবুখয় মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, টংকাবতি ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্তি জেলা প্রশাসক (সাবিক). আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মারমা’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান ৭ উপজেলায় মোট ইউনিয়ন হচ্ছে ৩৩টি। এর মধ্যে তৃতীয় ধাপে ২৫টি, ৬ষ্ঠ ধাপে ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী ৩টি ইউনিয়ন মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন এর তফশীল ঘোষনা করা হয়নি।

(এএফবি/এএস/জুন ০৮, ২০১৬)