আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। সেই সঙ্গে প্রিয় দল, খেলোয়াড় ও অন্যান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের বাড়াবাড়ি থেমে নেই। নাওয়া-খাওয়া বাদ দিয়ে নিজেদের পছন্দ ও অপছন্দের আপডেট জানানোতে তারা ব্যস্ত। তাই টুইটারে হু হু করে বেড়েই চলেছে খেলোয়াড়দের ফলোয়ার সংখ্যা।

সেলিব্রেটিদের ফলোয়ার সংখ্যা মিলিয়ন পার হওয়া এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এর মধ্যে ফুটবল সেলিব্রেটিদের মধ্যে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। টুইটারের তার ফলোয়ার সংখ্যা ২৬.৫ মিলিয়ন।

মজার বিষয় হল তিনি ২ হাজারেরও কম টুইট করেছেন এ অ্যাকাউন্ট থেকে। অন্যদিকে ৪০ হাজারের বেশি টুইট করেও ফলোয়ার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র। তার ফলোয়ার সংখ্যা ১০.৭ মিলিয়ন।

ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েন রুনি আছেন তৃতীয় অবস্থানে। তার ফলোয়ার সংখ্যা ৮.৮ মিলিয়ন। তবে সেরা দশের বেশিরভাগ খেলোয়াড়ই স্পেনের।

(ওএস/এইচআর/জুন ০৭, ২০১৪)