বাগেরহাট প্রতিনিধি : হাইকোর্টের রায়ের নির্দেশনায় রিটকারী প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে চাকরি না পাওয়া বাগেরহাটের প্যানেলভুক্ত শিক্ষক সমিতির ব্যনারে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্যদের দেন, বাগেরহাটের প্যানেলভুক্ত শিক্ষক সমিতির সভাপতি রুস্তুম আলী, সাধারন সম্পাদক জিয়াউর রহমান, আসাদুজ্জামান, খায়রুল আলম, তানিয়া খাতুন, সাহিনা খাতুন, অলিয়র রহমান, তরিকুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন হবার পরও নান ধরনের আইনি জটিলতার কারনে গত ৪ বছর ধরে তারা নিয়োগ পাননি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও তা সঠিক বাস্তবায়ন হচ্ছেনা।

অনেক শিক্ষকের চাকরির বয়সসীমা প্রায় শেষ পর্যায়ে। নিয়োগ না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছে এবং অনেকে চাকরি না পেয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। প্যানেলভুক্ত নারী পুরুষ শিক্ষকরা হাইকোর্টের রায়ের আলোকে সকল প্যানেলভুক্ত শিক্ষকদের অনতিবিলম্বে নিয়োগের দাবি জানান।

(একে/এএস/জুন ০৯, ২০১৬)