সাতক্ষীরা প্রতিনিধি :জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাছের সাথে বেঁধে এক শ্রমজীবি নারীকে দিনভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। গত বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা গ্রামে এ  ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে কলারোয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাবিরুল ইসলামকে গ্রেফতার করেছে।

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার বুঝতলা গ্রামের সামাদ সরদারের স্ত্রী তিন সন্তানের জননী সাঈদা খাতুন জানান, সংসারে অভাব অনাটন থাকায় তার স্বামী ও বড়ছেলে ঢাকায় রিকশা চালায়। অন্য দুই ছেলে কলারোয়া বাজারে খাবার হোটেলের কর্মচারি। তিনি নিজেও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন। তাদের সঙ্গে প্রতিবেশি সাবিরুল সরদারের জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

গত বুধবার সকাল ৮টার দিকে তিনি নিজ বাড়ির সীমানা ঠিক করার কাজ করছিলেন। এসময় প্রতিবেশী সৌদ সরদারের ছেলে সাবিরুল সরদার বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবিরুল সরদারের পক্ষের সাত আটজন তার তার বাড়ি ঘর , আসবাবপত্র ভাংচুর করে। লুট করা হয় নগদ সাড়ে তের হাজার টাকা। বাধা দেওয়ায় তাকে মারপিট করা হয়।

পরে তিনি হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টাকালে সাবিরুল সরদার তাকে (সাঈদা) ধরে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির সামনে নারিকেল গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে পেটাতে থাকে। একপর্যায়ে সঙ্গাহীন হয়ে পড়লে তার দড়ি দিয়ে ডান পা বেঁধে ফেলে রাখা হয়।

দিনভর এ অবস্থায় রাখার পর প্রতিবেশীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, গরীব সাঈদা খাত নের সামন্য জমিটুক দখল করার জন্য তার কয়েক প্রতিবেশী দীঘর্ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। সাঈদাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়ে তার জমি দখলে নেয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বিষয়টি জানার সাথে সাথে তিনি ঘটনাস্থল থেকে নির্যাতিত নারীকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এ ঘটনায় সাঈদা খাতুন বাদী হয়ে সাবিরুল ইসলাম ,মোস্তাক সরদার, মারুফ সরদার, আলী হোসেন, মোসলেম সরদার, আলেয়া খাতুন, ঝর্ণা খাতুন ও আনোয়ারা খাতুনের নাম উল্লেখ করে গতকাল থানায় একটি মামলা (নং-৭) দায়ের করেছেন। আসামী সাবিরুল সরদারকে গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামীদের ধরতে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।


(আরএনকে/এস/জুন ০৯,২০১৬)