নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এলপিজি গ্যাস দোকান, মিষ্টির দোকান, ইফতারীর দোকানগুলোতে অভিযান চালিয়ে ওজনে কম, মেয়াদোত্তীর্ণ ও পরিস্কার পরিচ্ছন্ন না থাকার দায়ে ৬টি প্রতিষ্ঠানের ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে শহরের মিষ্টিপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান। অভিযান পরিচালনার সময় পার-নওগাঁ ঢাকা রোড উজ্জলের এলপিজি গ্যাসের দোকানে ৪০ হাজার টাকা, মুক্তা মিষ্টান্ন ভান্ডারের ২০ হাজার টাকা, আল-আমিন মিষ্টান্ন ভান্ডারের ১০ হাজার টাকা, গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা এবং দাস মিষ্টান্ন ভান্ডারের ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরির্দশক সামছুল হক, সদর থানার এসআই আব্দুল আনাম, চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য অমিয় কুমার দাস।


(বিএম/বিএইচ১১জুন২০১৬)