বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৩০ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সিংগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের কাওসার আলীর সঙ্গে এনায়েত চৌধুরীর বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে মৌবাজারে তুচ্ছ বিষয়ে দুইজনের সমর্থক মিকাইল ও ইকলিবুরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কাওসার আলীর ভাই মকফার চৌধুরী প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান। এবং উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল এনাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

(ওএস/এস/জুন ১১,২০১৬)