বিশ্ববিদ্যালয় রিপোর্টার:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতার উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর পিছন থেকে ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তাদের বিভিন্ন দাবী নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে দেখা করেন।

সমাবেশে রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, হলে ছিট দখলকে কেন্দ্র করে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীর উপর সরকার দলীয় ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারী ছাত্রলীগ জড়িতদের বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও এমতাবস্থায় তিনি বিশ^বিদ্যালয় প্রশাসনের নিরবতাকে দায়ী করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সদস্য লিটন দাস প্রমূখ।

(আইএইচএস/এস/জুন ১১,২০১৬)