বাগেরহাট প্রতিনিধি  :বাগেরহাটের মোড়েলগঞ্জের সেরেস্তাদারবাড়ি শ্রীগুরু আশ্রমের পুরোহিত শ্রীবাস চক্রবর্তীকে (৪৫) মোবাইল ফোনে আর্ন্তজাতিক জঙ্গি সংঘঠন ‘আইএস’ পরিচয়ে হুমকী দেয়া হয়েছে। এঘটনায় ওই পুরোহিত জীবনের নিরাপত্তা চেয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন । পুলিশ ওই পুরোহিতের নিরাপত্তা দিতে ইতিমধ্যেই পুলিশী টহল ও বিশেষ নজরদারী শুরু করেছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।

মোড়েরগঞ্জ থানা পুলিশ জানায়, সেরেস্তাদারবাড়ি শ্রীগুরু আশ্রমের পুরোহিত শ্রীবাস চক্রবর্তীকে (৪৫) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ০১৭৪৬-৮৪৪৫৪৯ নম্বর মোবাইল থেকে পুরোহিতের ০১৭৫১-৬৫২৬২১ নম্বর মোবাইলে ফোন দিয়ে প্রথমে জানতে চাওয়া হয় তিনি পুরোহিত কিনা ? পুরোহিত হ্যা সুচিক উত্তর দিলে মোবাইলকারী নিজেকে আর্ন্তজাতিক জঙ্গি সংঘঠন আইএসের সদস্য পরিচয়ে পুরোহিতকে সাবধান থাকতে বলে। পুরোহিত এঘটনাটি জানিয়ে মোড়েলগঞ্জ থানায় সাধারন ডায়রি (জিডি) করেন। জিডির পরে ওই পুরোহিতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও বিশেষ নজরদারী শুরু করা হয়েছে। আর্ন্তজাতিক জঙ্গি সংঘঠন আইএসের নামে হুমকীদাতার মোবাইল নম্বার ধরে তার পরিচয় জানতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

শ্রীবাস চক্রবর্তী বরিশালের মুলাদী উপজেলার মুলাদী গ্রামের শুনিল কুমার চক্রবর্তীর ছেলে। তিনি দীর্ঘ ৬ বছর ধরে মোরেলগঞ্জে শ্রীগুরু আশ্রমে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন। আর্ন্তজাতিক জঙ্গি সংঘঠন ‘আইএস’ পরিচয়ে হুমকীর ঘটনায় বাগেরহাট জেলার মন্দিরগুলোর পুরোহিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


(এসএকে/এস/জুন ১১,২০১৬)