বাগেরহাট প্রতিনিধি: ঝিনাইদাহ, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু পুরোহিত,সেবায়েতসহ টার্গেট কিলিংয়ের প্রতিবাদে শনিবার দুপুরে বাগেরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষের সভাপতিত্বে শহরের প্রানকেন্দ্র সাধনার মোড়ে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা, স্বপন দাস, অসীম সরকার, মধু সুধন দাম, মুক্তিযোদ্ধা মানিকলাল মজুমদার, প্রদীপ বসু সন্তু, স্বপন বিশ্বাস, নিলয় ভদ্র, মায়া চক্রবর্ত্তী, লক্ষী রানী মল্লিক, রেবা রানী মন্ডল, সুমনা রায়, নারায়ন বিশ্বাস, বাবু বিশ্বনাথ গৌতম, সাংবাদিক অরিন্দম দেবনাথ প্রমুখ। বক্তারা দ্রুত এসব ঘটনায় জড়িত খুনিদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষের নিরাপত্তার দাবী জানায়।


(এসএকে/এস/জুন ১১,২০১৬)