নওগাঁ প্রতিনিধি : পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে(৬৫) সহ সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ শহরের ব্রিজের মোড়ে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট পিযুষ কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, পিযুষ কান্তি সরকার, ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রম নওগাঁর সভাপতি সন্তোষ কুমার প্রামানিক, আখড়া বাড়ির সুবল চন্দ্র সরকার, প্রতাপ সরকার, অম্লান সাহা, সুজিত কুমার, মুন্নী শর্মা, সাথী রানী মন্ডল প্রমুখ।

বক্তাগণ, সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, ঝিনাইদহের পুরোহিদ আনন্দ গোপাল গাঙ্গুলি ওরফে নন্দ ঠাকুর, নাটোরের সুনিল গোমেজ, সময়ের সাহসী পুলিশ সুপার বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতুসহ সাড়াদেশের গুপ্ত হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

(বিএম/এস/জুন ১১,২০১৬)