নওগাঁ প্রতিনিধি :নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু মহাশ্মশানের রাস্তাটি শ্রেণী পরিবর্তন করে দখলে নিয়েছে এলাকার চিহিৃত স্বাধীনতা বিরোধী ভূমিদস্যুরা। ফলে বর্ষাকালে ওই শ্মশানে শবদেহের শেষকৃত্য অনুষ্ঠান এবং সপ্তাহের রবিবার স্থানীয় হাটের দিন নদীর ওপারের মানুষজন তাদের গবাদি পশু হাটে আনতে পারেনা। ফলে সাধারণ হাটুরেদের পাশাপাশি এলাকার সংখ্যালঘুরা ওই শ্মশানে শবদেহের সৎকার করতে গিয়ে চরম বিপাকে পড়ে থাকেন।

জানা গেছে, ওই মৌজার ১৪৯৮ দাগের জমি সিএস এবং এসএ খতিয়ানমুলে রাস্তা উল্লেখ থাকলেও দক্ষিন চকযদু গ্রামের স্বাধীনতা বিরোধী মৃত মজিবুল হকের পুত্র চঞ্চল ও উজ্জল, মৃত মহিউদ্দিনের পুত্র তুহিন, কামাল ও মোজাহেদুল ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় আরএস খতিয়ানে জমির রকম ধানী রেকর্ড দেখিয়ে লীজ নিয়ে রাস্তা কেটে ধানী জমি তৈরী করে দখল করছে।

ওই লীজ বাতিল করে হাটুরে এবং শ্মশানে মৃতদেহ নেয়ার সুবিধার্থে রাস্তার দাবিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন গণস্বাক্ষরিত একটি আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে।

(বিএম/এস/জুন ১১,২০১৬)