নওগাঁ প্রতিনিধি : সাম্প্রতিক সাড়া দেশে সন্ত্রাস, খুন ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১০জুন থেকে ১৭জুন পর্যন্ত ৮ দিনের সাঁড়াসী অভিযানের ১ম দিনে নওগাঁ জেলায় ২ শিবির ক্যাডার ও ১ সর্বহারা সন্ত্রাসীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়ার মৃত রহিমুদ্দিনের পুত্র শিবির ক্যাডার মোঃ শাহিন (২৮), পত্নীতলা উপজেলার পূর্ব নেপালপুরের নূরে আলম সিদ্দিকীর পুত্র শিবির ক্যাডার মোঃ আখতার ফারুক (৩৭) এবং রানীনগর উপজেলার সরিয়া গ্রামের মজিবর ফকিরের পুত্র সর্বহারা ক্যাডার মোঃ ফারুক ফকিরকে গ্রেফতার করা হয়। এনিয়ে এদিন জেলায় গ্রেফতাকৃত ৮৪জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৫৪জন, সাজাপ্রাপ্ত আসামী ২জন এবং বিভিন্ন নিয়মিত মামলায় আসামী ২৫জনকে গ্রেফতার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মের হক বিপিএম, পিপিএম জানান, উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি, জঙ্গি সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত/পলাতক/চার্জশীটভুক্ত/সন্ধিদ্ধ আসামী গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় এই সাঁড়াসী অভিযান অব্যাহত রয়েছে।


(বিএম/এস/জুন ১১,২০১৬)