বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার বৃহত্তর বরিশাল সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টি.এস.সির কনফারেন্স রুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোস্তফা, সাধারণ সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান ও ওই সমিতির সদস্যবৃন্দ।

ইফতারের পূর্বে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে এক সাধারণ আলোচনার মাধম্যে শেষ হয় অনুষ্ঠানের কার্যক্রম।

উল্লেখ্য, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশাল সমিতি গঠিত। সমিতির বর্তমান সদস্য প্রায় ৯০ জন।


(এসএস/এস/জুন ১১,২০১৬)