মুক্তাগাছা প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য মোখলেছুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে ।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে । এক নম্বর দুল্লা ইউনিয়নের রামপুরের বাসিন্দা মোখলেছুর রহমানকে পিতা , মৃত উমেদ আলী , তার বাড়ি থেকে গতকাল শনিবার গ্রেফতার করা হয় ।

জানা যায়, ২০০৬ সালের ৬ মার্চ রামপুর গ্রামে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বহিনী অভিযান চালিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ।

মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, মোখলেছুর রহমানের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইন মামলা রয়েছে । মামলা ৮ । তাং ৮ -১০- ১৫ ।





(এমডি/এস/জুন ১২,২০১৬)