আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):দেশ ব্যাপি পুলিশের সাড়াশি অভিযানে বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশ এ পর্যন্ত কোন তালিকাভুক্ত সন্ত্রাসী, পাইকারী মাদক বিক্রেতাকে গ্রেফতার বা কোন অস্ত্র উদ্ধারে সফলতা দেখাতে পারেনি। গ্রেফতার হয়নি কোন রাজনৈতিক দলের ক্যাডারও। শুধু ওয়ারেন্টভুক্ত কয়েকজন আসামী ছাড়া উল্লেখযোগ্য গ্রেফতার নেই থানায়।

পুলিশ রবিবার রাতে বাগধা গ্রামের জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হেমায়েত উদ্ধিন, পয়সারহাট গ্রামের আবু সুফিয়ান শিকদার ও যবসেন গ্রামের তুহিন শিকদারকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানাগেছে, এর আগে বরিশাল পুলিশ সুপারের আসামী ধরার টার্গেট পালন করতে থানা পুলিশ সক্ষম হলেও জ্বলানী সংকট, সোর্স মানির অভাবসহ বিভিন্ন প্রতিকুলতায় পুলিশ আসামী গ্রেফতারে উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারছেনা।




(টিবি/এস/জুন ১৩,২০১৬)