স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে অংশগহণকারী দলগুলোয় জখমি খেলোয়াড়দের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। চোটওয়ালাদের এই খাতায় সর্বশেষ নামটি যোগ করলেন জার্মান উইঙ্গার মার্কো রইস।

শুক্রবার আরমেনিয়ার বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ২৫ বছর বয়সী এই জার্মান। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্ক্যান রিপোর্ট বলছে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে রইসের।

এর সোজা অর্থ– ব্রাজিল বিশ্বকাপে বল নিয়ে দৌড়ানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


(ওএস/এটিআর/জুন ০৭, ২০১৪)