বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে আওয়ামীলীগ নেতা মংফু মেম্বারকে অপহরনের প্রতিবাদে ও মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ চলছে।



অবরোধের কারনে আজ বুধবার সকাল থেকে দুরপাল্লার ও অভ্যন্তরীন রুটে কোন ধরনের যানবাহন চলাচল করেনি। নৌ পথেও কোন নৌ যান চলাচল করছে না। শহরের অভ্যন্তরিণ রুটে অটোরিক্সা, মোটর সাইকেল, রিক্সাসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জেলার আপর ৬টি উপজেলাতেও অবরোধ পালিত হচ্ছে। কঠোর ভাবে অবরোধ কর্মসুচী পালন করার কারণে জেলা সদর ও দেশের অন্যান্য স্থানের সাথে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় মানুষের দূর্ভোগ বেড়েছে।

গত সোমবার রাতে আওয়ামীলীগের ঐ নেতাকে জামছড়ি মুখ পাড়া থেকে অপহরণ করে নিয়ে যায় অন্ত্রধারী সন্ত্রাসীরা। এঘটনার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। অপহৃত মংফু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। আওয়ামীলীগের অভিযোগ জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ থেকে বান্দরবান অনির্দিষ্ট কালের সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।

মোঃ আলম নামে এক ব্যাবসায়ী জানান, বান্দরবানে বহু বছর ধরে এ ধরনের কঠিন ও কঠোর ভাবে অবরোধ বা হরতাল হয়নি। নজির বিহীন অবরোধ। সম্প্রীতির জেলা হিসেবে দেশের অন্য জেলায় রাজনৈতিক কঠোর কর্মসুচী পালন হলেও বান্দরবান ছিল তার ব্যাতিক্রম। ফলে বান্দরবানের মানুষ ভুলতে বসেছে অবরোধ বা হরতাল কর্মসুচী।





(এএফবি/এস/জুন ১৫,২০১৬)