নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে সামাজিক বিচারের নামে প্রকাশ্যে এক গৃহবধু ও এক যুবককে ১০১ টি করে দোররা মারার ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাম হলে সকালেই পুলিশ ওই গ্রামের মূল অভিযুক্ত ফারুক হোসেন (৩৭), বিচারক আলহাজ্ব সাইফুল ইসলাম (৬৮) ও নেয়াজ উদ্দীন সরকার (৬৩) কে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হযেছে।

থানায় দায়েরকৃত এজাহার ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, কলমুডাঙ্গা গ্রামের নুরজামালের স্ত্রী জোহরা খাতুন ও একই গ্রামের নাজিরুদ্দীনের পুত্র ফারুক এর মধ্যে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে জনৈক মোজাফ্ফর মিস্ত্রির খলিয়ানে সালিশ বসায়। ওই বিচারে যুবক ফারুককে এবং গৃহবধু জোহরাকে ১০১ টি করে দোররা মারা হয়। এর পর লোক লজ্জার ভয়ে বেত্রাঘাতে আহত গৃহবধু ও আসামী ফারুক অসুস্থ থাকার কারণে তাৎক্ষণিক কোথাও কোন অভিযোগ দাখিল করতে না পেরে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতায় সোমবার রাতে জোহরা খাতুন থানায় একটি মামলা দায়ের করে।

(বিএম/এস/জুন ১৫,২০১৬)