স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরেকবার ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। লুইস ফেলিপ স্কলারির শিষ্যরা সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে ১-০ গোলে।

গত প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে ৪-০ গোলের সহজ জয়ের পর স্কলারির শিষ্যদের এই জয় পেতে ঘাম ঝরাতে হয়েছিল। প্রথমার্ধে সার্বিয়ার বিপক্ষে গোলের তেমন সুযোগ পায়নি নেইমার, হাল্ক, ফ্রেডরা। তবে ইউরোপীয়ান দলটি উল্টো চাপের মুখে রেখেছিল তাদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

অধিনায়ক থিয়াগো সিলভার বাড়িয়ে দেয়া লং পাস থেকে বল নিয়ন্ত্রণ করে জয়সূচক গোলটি করেন গত বছরের কনফেডারেশন্স কাপের সিলভার সু জেতা ফ্রেড। দলের হয়ে ম্যাচের ৫৮ মিনিটে গোলটি করেন তিনি।

সার্বিয়া সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। মিলোস জোজিকের একটি হেড পোস্টবারে লেগে ফিরে আসলে ১-০ গোলের পরাজয় মেনে নিতে হয় সাদা ঈগলদের।

১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমাররা বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে শিরোপা জেতার লক্ষ্যে। ‘এ’ গ্রুপে থাকা মেক্সিকো ও ক্যামেরুনের বিপক্ষেও গ্রুপ পর্বে লড়তে হবে তাদের।

(ওএস/পি/জুন ০৭,২০১৪)