স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্পেনের ফুটবলাররা অর্ধযুগ ধরে একই ধাঁচে, একই স্টাইলে বিশ্ব শাসন করে যাচ্ছেন। ২০০৮ সালে ইউরো জয়ের পর থেকে ফেভারিটের তালিকায় শীর্ষস্থান থেকে কেউ তাদের নামাতে পারেনি। যেটা গত বছর পেরেছিল শুধু ব্রাজিল।

ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে। এ কারণে এবারের বিশ্বকাপে লা ফুরিয়া রোজাদের কেউ টপ ফেভারিট বলছেন। ফেভারিটের তালিকায় থাকলেও আটলান্টিকের ওপার থেকে স্প্যানিশরা শিরোপা উড়িয়ে আনতে পারবে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।

কেননা বুধবার দলটির সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে বলেছিলেন, স্পেন পরিষ্কার ফেভারিট নয়। আর একদিন পর স্ট্রাইকার পেদ্রো রদ্রিগুয়েজ বললেন, 'ব্রাজিলে স্পেনের প্রধান প্রতিপক্ষ দেশটির আবহাওয়া। এত তাপমাত্রা আর আর্দ্র জলবায়ুর মধ্যে নিজেদের খাপ খাইয়ে নেওয়াটা খুবই কঠিন। গত ফিফা কনফেডারেশন্স কাপেই আমরা বুঝেছি, দেশটি আমাদের জন্য কতটা জটিল। সুতরাং বিশ্বকাপ শিরোপা ধরে রাখাটা সত্যি আমাদের জন্য বেশ কঠিন হতে পারে এবার।'

বুধবার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে স্প্যানিশরা। ব্রাজিলের উচ্চ তাপমাত্রা, আর্দ্র পরিবেশ, সময়, সমুদ্র থেকে উচ্চতা_ এসব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতেই মূলত ওয়াশিংটনে যাওয়া বর্তমান বিশ্বজয়ীদের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেদ্রো রদ্রিগুয়েজ বললেন, 'গত বছরের অবস্থায়ই এবার হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ সেখানকার পরিবেশ ঠিক একই রকম, যা এক বছর আগে আমরা দেখে এসেছিলাম।'

কীভাবে ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া যায় সে সম্পর্কে পেদ্রো বলেন, 'আমাদের উচিত হবে খুব দ্রুততার সঙ্গে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। যাতে শারীরিকভাবে আমরা ফিট থাকতে পারি। তাহলেই এসব কিছু আমাদের ওপর আর প্রভাব ফেলবে না।'

লা ফুরিয়া রোজারা 'বি' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে নেদারল্যান্ড, চিলি এবং অস্ট্রেলিয়া। সালভাদরে প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হচ্ছে স্পেন। এই ম্যাচটি নিয়েই যত চিন্তা স্পেনের। কারণ সালভাদরে তাপমাত্রা অনেক বেশি। দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে রিও ডি জেনিরোতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে স্পেনকে যেতে হবে কুরিতিবায়।

দলটির চেলসির ডিফেন্ডার সিজার আজপ্লিকুয়েতা অবশ্য এখনই নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখলেন। ২০১০ বিশ্বকাপের ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। যদিও ডাচদের নিয়ে বেশ সতর্ক স্প্যানিশরা। আজপ্লিকুয়েতা বলেন, 'আমরা জানি এই ম্যাচটাই হবে সবচেয়ে কঠিন। আমার বিশ্বাস, যে করেই হোক তারা ম্যাচটি জিততে চাইবে। কিন্তু আমরা কী বলব। আমাদের উদ্দেশ্যই হলো, নিজেদের প্রথম ম্যাচে শতভাগ সাফল্য তুলে আনা।'

(ওএস/পি/জুন ০৭,২০১৪)