গোপালগঞ্জ প্রতিনিধি : হরিচাঁদ গুরুচাঁদ সেবা  সংঘের গোপালগঞ্জ জেলা  কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রী  কালিবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের উত্তরসুরী ও কাশিায়ানী  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত  ঠাকুর প্রধান অতিথি হিসেবে নব-গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নতুন সভাপতি এ্যাডভোকেট শিশির কুমার বালা, সাধারণ সম্পাদক প্রকাশ চন্ত্র ভক্ত, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস, মতুয়া সুবল চন্দ্র রায়, এ্যাডভোকেট বিজন বিশ্বাস, পংকজ মজুমদার,বিজন বালা, জ্যোর্তিময় বালা, উৎপল বিশ্বাস, বিজন রায়। এর আগে সকাল ১০টায় একই স্থানে অ্যাডভোকেট শিশির কুমার বালাকে সভাপতি ও শিক্ষক প্রকাশ চন্দ্র ভক্তকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

(পিএম/এএস/জুন ১৭, ২০১৬)