মদন (নেত্রকোণা)প্রতিনিধি :নেত্রকোণার মদনে শুক্রবার সকালে মাহমুদুল হাসান(২) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামের উনু মিয়ার ছেলে। শিশুর নানী মালেহা আক্তার জানান, সকালে বাড়ীর সামনে মায়ের সাথে গরু ঘাস খাওয়াইতে গেলে মা ফিরে আসলেও শিশুটি ফিরে আসেনি। খুঁজাখুজির পর বাড়ীর সামনের ডোবায় শিশুটির লাশ পাওয়া যায়।




(এএমএ/এস/জুন ১৭,২০১৬)