নওগাঁ প্রতিনিধি : বরেন্দ্র ভূমি নওগাঁর সাপাহার উপজেলায় বৃষ্টির অভাবে আউশ চাষাবাদে ব্যর্থ হয়ে কৃষকরা এখন আমন চাষাবাদের জন্য বীজ তলা তৈরিতে ঝুঁকে পড়েছে। এখনও ভারী ধরনের বৃষ্টিপাত না হওয়ায় তারা বিভিন্ন পুকুর ডোবা থেকে পানি সেচ দিয়ে কোন রকমে তাদের বীজতলা তৈরি করছে।

এ ব্যাপারে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের কৃষক আঃ হাকিম, সোহেল, দেলোয়ার হোসেনসহ বেশ কিছু কৃষক জানায়, আউশ আবাদের জন্য তারাসহ উপজেলার প্রায় সকল কৃষক বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে ছিল। শেষ পর্যন্ত আউশ চাষাবাদের সময় সীমা পার হয়ে গেলেও ভারী কোন বৃষ্টিপাত না হওয়ায় তারা এবছর আউশ চাষাবাদ করতে পারেনি। এখন সামনে বর্ষাকাল। এই বর্ষাকালে আমন চাষাবাদের জন্য এখনই বীজতলায় বীজ বপন করার উত্তম সময়। তাই এখনও তেমন কোন ভারী বৃষ্টিপাত না হওয়ায় তারা কষ্ট করে বিভিন্ন পুকুর ডোবা থেকে পানি সেচ দিয়ে তাদের স্বপ্নের বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে, এবছর উপজেলায় ১৬হাজার ৫শ’ হেক্টর জমিতে উফসিসহ বিভিন্ন জাতের আমন চাষাবাদের জন্য প্রায় ১২শ’ হেক্টর জমিতে কৃষকরা তাদের বীজতলা তৈরি করার কাজে নিয়োজিত রয়েছে।এ অঞ্চলে বর্ষাকালে বৃষ্টি ভাল হলে কৃষকরা মনের খুশিতে তাদের আমন চাষাবাদ করতে পারবে। এছাড়া আবহাওয়া অনুকুলে থাকলে অন্যান্য বছরের ন্যায় এবারেও আমনের বাম্পার ফলন হবে বলে কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন জানিয়েছেন।

(বিএম/এএস/জুন ১৭, ২০১৬)