নাটোর প্রতিনিধি : শনিবার থেকে নাটোরে শুরু হয়েছে দু’দিনের আঞ্চলিক সাহিত্য সম্মেলন। নাটোর রানী ভবানী রাজ প্রাসাদ চত্বরের আনন্দ ভবনে বাংলা একাডেমী আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সব্যসাচী কবি সৈয়দ শামছুল হক।

বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন কথা সাহিত্যিক ডাঃ জাকির তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাফর উল্লাহ ও অধ্যাপক মুজিবুল হক নবী । অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক জুলফিকার মতিনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ‘উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ’ প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক জাকির তালুকদার এবং ‘উত্তরবঙ্গে নজরুল’ প্রবন্ধ পাঠ করেন কথাশিল্পী সমীর আহমেদ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্বৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দিনের সম্মেলন শেষ হয়।

(এমআর/অ/জুন ০৭, ২০১৪)