বান্দরবান প্রতিনিধি :বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মং ফু মেন্বারের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার থেকে আবারো লাগাতার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসুচী ঘোষণা করেছে আওয়ামীলীগ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসুচী ঘোষনা দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সুদাংশু বিমল চক্রবর্তী, মং ঞো প্রু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম প্রমুখ।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর জানান, অপহৃত মং ফু মেম্বারকে জীবিত অবস্থায় ফেরত না দেওয়া পর্যন্ত লাগাতার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসুচী অব্যহত থাকবে। জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা যেসব এলাকা জিম্মি করে চাঁদাবাজী, অপহরণ, খুনসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ঐসব এলাকার সবগুলো সড়ক ও নৌপথ এই অবরোধ কর্মসুচীর আওতায় থাকবে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার পাশাপাশি সদর উপজেলার বাঘমারা, রাজবিলা ও কুহালং ইউনিয়ন এই লাগাতার অবরোধ কর্মসুচীর আওতায় রাখা হয়েছে। আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং বান্দরবান-চট্টগ্রাম সড়ক অবরোধের আওতা মুক্ত রাখা হয়েছে।

এদিকে পাহাড়ী সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বান্দরবানে অবস্থানরত সেনা, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবের অভিযান দাবী করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। এ বিষয়ে দ্রুত পদক্ষেক নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



(এএফবি/এস/জুন ১৮,২০১৬)