গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩১টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩০টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। উপজেলার মইলাকান্দা ইউনিয়নের নওপাই কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গৌরীপুরের ১০টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার জন্য ২০১১ সালে উপজেলার বিভিন্ন স্থানে ৩১টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। প্রতিটি ক্লিনিকে চিকিৎসাসেবা দেয়ার জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিকগুলোতে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। প্রতিদিন গড়ে ক্লিনিকগুলোতে ৪০-৪৫ জন রোগী চিকিৎসা নিয়ে থাকে। কিন্তু ক্লিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় সিএইচসিপি কর্মকর্তারা ঠিকমত রোগীদের চিকিৎসাসেবা দিতে পারছেন না। পাশাপাশি ক্লিনিকের দাপ্তরিক কাজেরও সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গৌরীপুর উপজেলার মুখুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জহিরুল ইসলাম খান বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের গরমে কষ্ট করতে হয়। পাশাপাশি মেঘলা দিনে বিদ্যুৎের অভাবে কক্ষ অন্ধকার হয়ে যায়। এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়। তিনি আরও জানান, ক্লিনিকের চিকিৎসা সেবা সংক্রান্ত দাপ্তরিক কিছু কাজ আছে যেগুলো ল্যাপটপে করতে হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটগুলো এখানে চার্জ করা যায় না। বাইরে থেকে চার্জ করে আনতে হয়। গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের নওপাই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পলী রানী মোদক বলেন, ‘আশেপাশে বাঁশঝাড় ও গাছপালা থাকার কারণে ক্লিনিকের কক্ষে সূর্যের আলো প্রবেশ করতে পারত না। এতে কক্ষটি অন্ধকার হয়ে থাকত। ফলে চিকিৎসা সেবা দিতে দুর্ভোগ পোহাতে হত। এ অবস্থায় গত বছরের প্রথম দিকে ক্লিনিকের জমিদাতা গিয়াস উদ্দিন সাহেব বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহেদুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলেও আর ফোন রিসিভ করেন নি।

(এসআইএম/এস/জুন ১৯,২০১৬)