স্পোর্টস ডেস্ক : ফরাসী ওপেনে নারী এককের ফাইনালে সিমোনা হালেপকে ৬-৪, ৬-৭ (৫), ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জয় করেছেন রুশ গ্র্যামার কুইন মারিয়া শারাপোভা। ৩ বছরের মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন শিরোপা জয় করতে সক্ষম হলেন তিনি।

গত বছরের ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরেছিলেন শারাপোভা। এবার আর জয় ছিনিয়ে নিতে ভুল করলেন না তিনি।

২০১২ সালে ফরাসি ওপেন শিরোপা জয় করেছিলেন শারাপোভা। তখন ক্যারিয়ার গ্র্যান্ড স্লামও নিশ্চিত হয়েছিল তার। আবারও ক্লে কোর্টে সফলতা পেয়েছেন। উল্লেখ্য, এটি শারাপোভার পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা।

তবে হালেপ বেশ চমক উপহার দিয়েছেন এ টুর্নামেন্টে। টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৭ নাম্বারে থাকা এ খেলোয়াড় জিততে পারতেন শিরোপাটি।

পুরুষ এককের ফাইনালে রবিবার মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। নবম ফরাসি ওপেন জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন স্পেনের তারকা নাদাল।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)