কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :কাপাসিয়া উপজেলার সদর বাজারে  অবৈধ ভাবে সরকারী জমি দখল করা ব্যবসায়ীদের উচ্ছেদের পর তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। সুত্র জানায়, দীর্ঘদিন থেকে কাপাসিয়া বাজারে ইজাদারের সাথে আতাত করে সরকারী জমিতে অবৈধ ভাবে দোকান করে ব্যবসায় চালিয়ে আসছিল। সম্প্রতি কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার অবৈধ ভাবে দখলকৃত দোকানগুলো উচ্ছেদ করেন।

উচ্ছেদের পর কিছু ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে (তোহা বাজার)ব্যবসা শুরু করে। অন্য কয়েকজন ব্যবসায়ী বেকার হয়ে পড়েন। এ খবর উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমানের দৃস্টি গোচর হলে তিনি নিজে আজ সকালে বাজার পরিদর্শন করেন। এবং উচ্ছেদকৃত ব্যবসায়ীদের ডেকে এনে তাদের দোকানের ব্যবস্থা করেন দেন। এবং সরকারী ভাবে সেট নির্মাণ করে স্থায়ী ভাবে ব্যবসা করার সুযোগ করে দিবেন বলে একাধিক ব্যবসায়ীদের আশ^াস দেন। পূর্ণবাসন দোকান প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন,মো: ফজলুর রহমান,গোপাল চন্দ্র দাস,সুনিল চন্দ্র দাস,বিপ্লব চন্দ্র দাস,দিলিপ চন্দ্র সরকার,জগদিশ চন্দ্র সরকার, আ: আউয়াল,চিতা মনি ঝিষি। এ সময় কাপাসিয়া বাজারের ব্যবসায়ী সমিতির কয়েজন কর্মকতা,স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এসকেডি/এস/জুন২০,২০১৬)