ঢাবি প্রতিনিধি : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি (সম্ভাব্য) নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির সভায় এ তারিখ (সম্ভাব্য) নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু।

ভর্তি পরীক্ষার তারিখসমূহ (সম্ভাব্য) হলো-
কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিট ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ সেপ্টেম্বর (শনিবার), বাণিজ্য অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/জুন ২২, ২০১৬)