ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে নাগরিক দুর্ভোগ কমানো ও আমজনতা সুবিধা বাড়াতে জমি সংক্রান্ত নানা সমস্যা ও তার সহজ সমাধানের উপর এক গন শুনানী গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত গন শুনানীতে অংশগ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সার্ভেয়ার মোসলেম উদ্দিন, সারোয়ার হোসেনসহ নানা সমস্যা নিয়ে আসা সাধারন মানুষ গণ শুনানীতে উপস্থিত ছিলেন।এ সময় নামজাড়ি জমাখারিজ ও অন্যান্য বিষয়ে সাধারণ জনগণের প্রশ্নের মুখোমুখি উত্তর দেন সহকারী কমিশনার।

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান-আমার অফিসে প্রতি বুধবার গণ শুনানী করা হয়। এর উদ্দেশ্য হলো-ভূমি দস্যু ও দালাল প্রতারকদের হাত থেকে সাধারণ সহজ সরল মানুষদের রক্ষা করা।

গণ শুনানীর ফলে এখানে শুনানীতে আসা সাধারণ মানুষ সরাসরি তার যে কোন সমস্যা জনিত কাজের তাৎক্ষণিক সহজ সমাধান পাবেন এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

গণ শুনানিতে উপস্থিত এক ভূক্তভোগী জানান,আমি জমা খারিজের জন্য ধীর্ঘদিন যাবত ঘুরতে ছিলাম গণশুনানীর মাধ্যমে এসিল্যান্ড স্যার আমার সমস্যা সমাধান করে দিয়েছেন।


(এমআরএন/এস/জুন২২,২০১৬)