গৌরীপুর প্রতিনিধি:১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনের মনোনয়নপত্র বুধবার (২২জুন) যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস। গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার একেএম মোসা বিষয়টি নিশ্চিত করেছেন।

৬ জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত শামছুজ্জামান জামাল, ন্যাপ মনোনীত প্রার্থী জেলা ন্যাপের সভাপতি আঃ মতিন মাস্টার, ইসলামী ঐক্যজোট মনোনীত কেন্দ্রীয় নেতা আবু তাহের, স্বতন্ত্রপ্রার্থী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক ও স্বতন্ত্রপ্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সাধারন সম্পাদক নাজনীন আলম। আজ ২২ জুন ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন।

৯ জুন এই আসনে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন এবং ভোট গ্রহন হবে ১৮ জুলাই। গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৩৬ জন। উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূণ্য হয়।



(এসআইএম/এস/জুন২২,২০১৬)