বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক মেম্বার মং প্রু মার্মাকে অপহরণ ও  পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কর্তৃক গুম, খুন, ব্যাপক চাঁদাবাজির প্রতিবাদে সচেতন জনগনের ব্যানারে মানববন্ধন করেছে বান্দরবানের স্থানীয় জনগন।

বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে শত শত মানুষ ব্যানার,ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করে।

এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, থোয়াইলা মং মার্মা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, পৌর কমিশনার অজিত দাশ, এ্যমেচিং মার্মাসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা পাহাড়ে জেএসএস এর অপরাধ মূলক কর্মকান্ড নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সরকারের কঠোর অবস্থান গ্রহনের আহবান জানান।

গত ১৩ জুন জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি মুখ পাড়ার নিজ বাসা থেকে অস্ত্রধারীরা মংপ্রুকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার জন্য আওয়ামীলীগ জেএসএসকে দায়ী করে বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ পালনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

(এএফবি/এএস/জুন ২৩, ২০১৬)