সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি বলেছেন সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক।   সাংবাদিকদের  নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সমাজের উন্নয়ণ-অগ্রগতিতে লেখনির মাধ্যমে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বুধবার সংসদ উপনেতার বাসভবনে  নগরকান্দা-সালথায় কর্মরত সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় সংসদ উপনেতার জ্যেষ্ঠপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু বলেন, নগরকান্দা এবং সালথায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে নগরকান্দা এবং সালথা উপজেলা সদরে দুইটি প্রেসক্লাব ভবন নির্মান করা হবে। কর্মরত সাংবাদিকদেরকে নগরকান্দা-সালথার উন্নয়ন-অগ্রগতি, সমস্যা -সম্ভাবনা এবং অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আইন আদেশ আদালত পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সালথা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সাংবাদিক এম.কিউ হোসাইন বুলবুল, সাংবাদিক আবু নাসের হুসাইন, হারুন-অর রশিদ. নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিমাই সরকার, সাংবাদিক বোরহান আনিস, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, ইমরুল কবির , বেলায়েত হোসেন লিটন, জাকির হোসেন জাকারিয়া, এস এম আক্কাছ , সাইফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান, মজিবর রহমান প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন এবং সাবেক ছাত্রনেতা মঈদুল ইসলাম লিখন।


(এএনএইচ/এস/জুন২৪,২০১৬)