বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে সেলিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেলিম উপজেলার তালিমপুর ইউনিয়নের কলারতলীপার গ্রামের বাসিন্দা ফাতির আলীর ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল আনুমানিক ৬ টার দিকে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টির মধ্যেই সেলিম উদ্দিন বাড়ির পাশের খালে মাছ ধরতে যান।

সকাল ৬ টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে সেলিম উদ্দিনের মৃত্যু হয়। পরে ছেলে বাড়িতে খবর দিলে পরিবারে লোকজন ও স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বড়লেখা থানার ডিউটি অফিসার এসআই মো. জাহাঙ্গীর আলম বজ্রপাতে সেলিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

(এলএস/এস/জুন২৪,২০১৬)