বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ নারীসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আদিখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হলে ৬ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহতরা হলেন, আদিখালী গ্রামের রসুল মোল্লা (৪২), তার স্ত্রী বিলকিস বেগম (৩৫), আলাউদ্দিন (৩৫), রেজা মোল্লা (৩৮) ও তার স্ত্রী পারভিন আক্তার (৩০) ইউনুছ মোল্লা (৩২) সুমা আক্তার (১৫) সহ ১০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আদিখালী গ্রামের রসুল মোল্লার চিংড়ি ঘেরের পাড়ে একটি গাছের মালিকানা নিয়ে চাচাতো ভাই রত্তন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে রসুল মোল্লার ছেলে আলীর সাথে রত্তন মোল্লার ভাই ওলির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
চিতলমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রমেশ চন্দ্র জানান, আহত অবস্থায় ১০ জন ভর্তি হবার পর ৬ জনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার এসআই জিল্লুর রহমান জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(এসএকে/এস/জুন২৪,২০১৬)