নীলফামারী প্রতিনিধি :উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে আজ শনিবার সকাল ৬টায় ১৫ সেন্টিমিটার এবং সকাল ৯টা থেকে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পানি বৃদ্ধির কারণে নদীর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবগুলো জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।

(ওএস/এস/জুন২৫,২০১৬)