স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. সজল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ২নং গেট সংলগ্ন দুলাল এন্টারপ্রাইজ নামের একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী রাকিব হোসেন জানান, রোববার সকালে যাত্রাবাড়ীর বিবির বাগিচার ২নং গেট সংলগ্ন দুলাল এন্টারপ্রাইজ নামের একটি ওয়ার্কশপের দ্বিতীয় তলার ছাদে একটি রডের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বাঁধার সময় সজল বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজল সায়েদাবাদের করাতীটোলার আবদুল জব্বারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ এএস আই বিকাশ কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)