রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি এলাকায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গরু পাচারকারি জখম হয়েছে। সহযোগিরা তাকে উদ্ধার করে রবিবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।তবে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হয়েছে।

গুলিবিদ্ধ গরু পাচারকারির নাম আলমগীর কবীর। সে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সাতদক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আনোয়ারা বেগম জানান, গড়েরকান্দার আলমগীর কবীরের সঙ্গে তার বিয়ে হলেও স্বপরিবারে তারা থাকে আলীপুরের বাপের বাড়িতে। শনিবার বিকেলে চারজ কে নিয়ে তার স্বামী বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। রবিবার ভোরে গরু নিয়ে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার স্বামী ঘাড়ে গুলিবিদ্ধ হয়। সহযোগিরা তার স্বামীকে উদ্ধার করে বাড়িতে দিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৈকারী বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, এ ধরণের ঘটনা জানার পর কৈজুড়ি বিজিবি ক্যাম্পে টেলিফোন করা হলে তারা গুলির ঘটনা অস্বীকার করেছেন।

(আরএনকে/এস/জুন২৬,২০১৬)