বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, এসআই মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার কাঁঠালতলী বাজারের ফরিদপুর মিষ্টান্নকে ১০ হাজার টাকা, মরা মোরগ বিক্রির অপরাধে পৌর শহরের মোরগ বিক্রেতা মনসুর আলমকে ৫ হাজার টাকা, ওজনে কম দেয়ায় গরুর গোসত বিক্রেতা ফরিদ আহমদকে ২ হাজার টাকা, অত্যাধিক পরিমাণে মুনাফা আদায় করায় লিবাস ফ্যাশনের প্রোপ্রাইটার আব্দুর রহিমকে ২ হাজার টাকা, বেবি ফ্যাশনের ওয়াহিদুর রহমানকে ৫ হাজার টাকা, অপর একটি কাপড়ের দোকানকে ৫ হাজার টাকা, আজিমগঞ্জ বাজারের নুর হোসেন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

(এলএস/পি/জুন ২৬, ২০১৬)