স্পোর্টস ডেস্ক : মাঠে কীভাবে লিওনেল মেসিকে থামানো সম্ভব? ব্রাজিল অধিনায়ক ও ডিফেন্ডার থিয়াগো সিলভার রসিক উত্তর- এর জন্য একটি বন্দুক প্রয়োজন!

গেল কয়েক মৌসুমে এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলার সময় থিয়াগো সিলভা অন্তত তিনবার মেসির নিকট নাকাল হয়েছেন। এই অবস্থায় আসন্ন বিশ্বকাপে যদি আর্জেন্টিনার সামনে ব্রাজিল পড়ে তাহলে কী করবেন ব্রাজিল অধিনায়ক? তার জবাব, ‘এর জন্য বিশেষ ব্যবস্থা নেবে তিনি।’

কিন্তু সেই বিশেষ ব্যবস্থাটা কী? ব্লক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে থিয়াগো সিলভা বললেন, ‘কী অর করবো? তাকে থামাতে একটা বন্দুক লাগবে। কারণ, সে এমন একজন ফুটবলার যে যেকোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ের ইনজুরি সত্ত্বেও বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য বড় হুমকি সে।’

এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দুই দাবিদার প্রতিবেশী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। আর আসন্ন বিশ্বকাপের ফিকশ্চারটা এমনভাবে সাজানো যে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে লাতিন আমেরিকার দেশ দুটির। সেটা যদি হয় তাহলে ফুটবল রোমান্টিকদের অনেক দিনের একটি আক্ষেপ ঘুচবে। চাওয়া পূরণ হবে দানি আলভেজ-নেইমার-থিয়াগো সিলভা-হাল্কদেরও।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)