বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) ১৭ তম অ্যাওয়ার্ড এ বছর অনুষ্ঠিত হচ্ছে স্পেনের মাদ্রিদে। এমনিতে সারাবছরই সিনেপ্রেমী ও তারকাদের নজর থাকে এই আইফা অ্যাওয়ার্ডের দিকে।

সবাই অধীর আগ্রহে থাকেন কোন ছবি জিতে নিল সেরা অ্যাওয়ার্ড, কে বা কারা হলেন সেরা অভিনেতা অভিনেত্রী? কার হাতে শোভা পেল সেরা পরিচালকের পুরস্কার। এই প্রশ্নের উত্তর জানার জন্য সিনেভক্তরা অধীর আগ্রহে তাকিয়ে থাকেন এই আইফা অ্যাওয়ার্ডের দিকে। অবশেষে জানা গেছে আইফার চূড়ান্ত তালিকা। এখন অপেক্ষা আনুষ্ঠানিকভাবে পুরস্কার নেয়ার।

সেরা ছবি : বজরঙ্গি ভাইজান

সেরা পরিচালক : সঞ্জয় লীলা বনশালী (বাজিরাও মস্তানি)

সেরা অভিনেতা : রণবীর সিংহ (বাজিরাও মস্তানি)

সেরা অভিনেত্রী : দীপিকা পাড়ুকোন (পিকু)

সেরা সহ-অভিনেতা : অনিল কপূর (দিন ধরক্‌নে দো)

সেরা সহ-অভিনেত্রী : প্রিয়ঙ্কা চোপড়া (বাজিরাও মস্তানি)

সেরা ভিলেন : দর্শন কুমার (এন এইচ ১০)

সেরা কমেডিয়ান : দীপক ডব্রিয়াল (তনু ওয়েডস মনু রিটার্নস)

সেরা নবাগত অভিনেতা : ভিকি কৌশল (মাসান)

সেরা নবাগতা অভিনত্রী : ভূমি পেড়কর (দম লাগা কে হাইসা)

সেরা ডেবিউ জুটি : সূরজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠি (হিরো)

সেরা কাহিনী : জুহি চতুর্বেদি (পিকু)

(ওএস/এএস/জুন ২৭, ২০১৬)