কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : মা ও শিশু মৃত্যু হার কমাতে “গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবায়” প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য স্বেচ্ছাসেবীকা (মা নেতাদের) মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রম প্রকল্পের আওতায় কলাপাড়ার ধুলাসার ও নীলগঞ্জ ইউনিয়নের চারশ’ জন মা নেতাকে এ শাড়ি প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে ধুলাসার ইউনিয়নে আনন্তপাড়া ও ওইদিন দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে অমিরাবাদ গ্রামে এফএইচ এসোসিয়েশন কার্যালয় শাড়ি বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফ.এইচ এর আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী গৌতম দাস, সাংবাদিক এস এম মোশারফ হোসেন মিন্টু , মিলন কর্মকার রাজু, এফ.এইচ প্রকল্পের টিম লিডার নির্মল হালদার, সমাজ প্রনোদক খেন খেন, সীমা বিশ্বাস, মনিকা রাণী। এছাড়া একই দিন ধুলাসার ইউনিয়নে নয়াকাটা গ্রামে সংস্থার পাইলট প্রকল্পের নার্সারী থেকে সুবিধাভোগী একশ’ জন সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

(এমকেআর/পি/জুন ২৮, ২০১৬)