নওগাঁ প্রতিনিধি : বুধবার দুপুরে নওগাঁ সদর মডেল থানা চত্বরে ১২০ জন গ্রাম পুলিশ (দফাদার ও চৌকিদার) সদস্যের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এ বার্তাকে সামনে রেখে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতেই নওগাঁ জেলা পুলিশের এই অনাড়ম্বর আয়োজন।

নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এই উপহার সামগ্রী বিতরণ করেন। এর আগে পুলিশ সুপার নওগাঁ সদর মডেল থানায় নবনির্মিত “নয়নাভিরাম” সুস্থাপত্য শৈলীতে নির্মিত পার্কিং স্পেছ সম্বলিত স্যালুটিং ডায়াসের উদ্বোধন করেন। একই সঙ্গে সদর থানার বহুল প্রতীক্ষিত গ্যারেজের উদ্বোধন করা হয়। এ সময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, মোসাঃ ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সামিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর দপ্তর, মোঃ মোহসিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএম/পি/জুন ২৯, ২০১৬)