গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে সংখ্যালঘু খ্রীষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: খলিলুর রহমান। সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, খ্রীষ্টান নেতা ডেভিড অধিকারী, বিবেক হালদার, মনোরঞাজন বৈরাগী, মাইকেল বাইন, পরেশ বাড়ৈ, সমুয়েল বালা, মুকুন্দ দাস, এ্যাডবার্ড শিকদার, মাইকেল রায়,রেভারেন্ট অরবিন্দু সরকার,সেফার্ড বাড়ৈ প্রমূথ বক্তব্য রাখেন। এসময় সহকারী পুলিশ সুপার (সাকের্ল) আমীনুল ইসলামসহ খ্রীষ্টান সম্প্রদায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা গোপালগঞ্জে বসবাসরত খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন সুবিধা -অসুবিধার কথা তুলে ধরেন। দেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তার দাবিও জানান তারা।

প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল ধরণের সুযোগ সুবিধা বিধানের আশ্বাস দেন এবং স্ব স্ব উদ্যোগে এলাকা ভিত্তিক ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা জোরদার করার আহবান করেন।

(পিএম/এস/জুন৩০,২০১৬)