সাতক্ষীরা প্রতিনিধি : রাস্তা নিয়ে বিরোপধকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে যেয়ে এক পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীূরার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বেল্লাল হোসেন ও আক্তারুজ্জামান নামের দু’জনকে আটক করেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান আশাশুনি গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঙ্গে তার চাচাত ভাই খায়রুল ইসলামের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকাল ৮টার দিকে দুই পক্ষ ইট পাটকেল ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে।

তিনি জানান, খবর পেয়ে উপ পরিদর্শক পীযুষ কান্তি দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছান।

এ সময় তিনি সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষকে নিবৃত্ত রার চেষ্টা করেন। এরই মধ্যে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(আরকে/এএস/জুলাই ০২, ২০১৬)