মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি :পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭০ হাজার ৮শ' ৮০ জন, অতি দরিদ্রের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।

জানা যায়, দরিদ্র জনগণ ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী প্রদত্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ চাল বরাদ্দ দেয়া হয়।

চাল বিতরণের ধারাবাহিকতায় শনিবার বেলা ১১ টায় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন উপজেলার কুমারগাতা ও বড়গ্রাম ইউনিয়নে উপস্থিত থেকে চাল বিতরণ করেন


(এমডি/এস/জুলাই০২,২০১৬)