স্পোর্টস ডেস্ক, ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের তিন টেস্টের সিরিজ বিশ্বকাপ উন্মাদনায় কে আর মনে রাখবে আজ থেকে কিংস্টনে শুরু হচ্ছে। ঘরের মাঠে নতুন অধিনায়ক দিনেশ রামদিনের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ভারত ও নিউজিল্যান্ড সফরে কোনো টেস্ট তো জিততে পারেইনি, উপরন্তু তিন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়। ঘরের মাঠের সুবিধা নিয়ে এসব স্মৃতি মুছে ফেলতে মরিয়া ক্যারিবিয়ান দল। তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে নিউজিল্যান্ডের সর্বশেষ ক্যারিবিয়ান সফর, যে সফরে ২-০-তে পরাজিত হয়েছিল কিউইরা।

ওয়েস্ট ইন্ডিজ আজ বিতর্কিত অফ স্পিনার শেন শিলিংফোর্ডকে খেলাতে পারে। কিউই কোচ মাইক হেসন আগেই জানিয়ে রেখেছেন, দুসরা দেওয়ার সময় শিলিংফোর্ডের অ্যাকশন নিয়ে সমস্যা মনে হলে তারা ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করবেন।

২০০০ সালের পর ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড মোট ১২টি টেস্ট খেলেছে, যার মধ্যে পাঁচটিই খেলেছে আবার ২০১২ সালের পর।

(ওএস/পি/জুন ০৮,২০১৪)